========================
এক ঝাঁক ভীমরুল দেখছি-দেখতে কি পাও?
তাদের কোন কৃতজ্ঞতা নেই; থাকবেই বা
কেমন করে- তারা তো বারোয়ারির যুগ
থেকে আসা কালো ভীমরুল তো!
শুধু রক্তচষুন করে আক্রমন। অথচ
সবই জানে একটি ফুলের গন্ধ মুখর বাগান;
তবুও বিদ্বেষী যত সব আক্রমন।


রৌদ্র দুপুর- গাঁয়ের পারে কত না
অভিনয়ে গা পুড়ানো ভু ভু করে গল্প বলা-
বলবেই তো অকৃতজ্ঞ অকারণ ;
কি অদ্ভুত? ভাবতেই ঝর্ণধারা থেমে যায়
শুকিয়ে যায় অরণ্যে কচি পাতাও-
যদি গন্ধ মুখর বাতাস না থাকতো
কি করে ভীমরুল উড়তো, ভেবেছো?


আজও প্রশ্নের ভাবু ঘুরা মেঘ ভারি
বৃষ্টি ঝরাতে কি আসে যায়,মেঘলা সবি
আকাশ তো শোকাহত বরং মাটির বুকে
সেই ফুলের গন্ধসুবাস ছড়বেই- অতঃপর
জ্ঞান শুন্যতা ভীমরুলের শুধু অকৃতজ্ঞতা।


১৮ ভাদ্র ১৪২৬, ০২ সেপ্টেম্বর ১৯
--------------------------------