========================
এ প্রকৃতির সবুজারণ্যের মতো- একটাও মন না
যেখানে মৃদূ বাতাসে আনন্দ দিয়ে যাবে, কিন্তু না;
খালি জরাজীর্ণ ষড়যন্ত্র ইট পাথরের সঙ্কোচন!
বিদ্যা জ্ঞান দেখছি কোন আলোর প্রদীপ না!


এ হাওয়ার কাছে ঋতুর আছে শুধু বর্বরতা মন-
তবুও সব সরিষা ফুল খেয়ে যায় পায়রার দল
বলো কি করি! প্রকৃতিরা যে, বুঝতেই চায় না;
কারণ অভিজ্ঞতা নেই ভবিষৎ শুধু স্বার্থপরী রথ!


অতঃপর এতো রঙের লোভলালসা ছেড়ে
আসতেই হয় এ মাটির বুকে; আহা প্রশান্তিময়
বুঝলো তাহলে কে এ পাখি কিংবা সঙ্কোচন মন?
তারপর বলবে একটাও মন না -না কিন্তু না ।
২২-০৭-১৮
-----------