আর গতি নতুন রাস্তার মোড়
সাদা সাদা পাখির যত সব ডাক;
অথচ সাদা মেঘের ঘূর্ণি যেনো
কালবৈশাখী ঝড় ভীষণ--
তবু অচেনা পাখির উড়ছে- খুব কাছে
শ্যামল ধূসর মেঠো পথে- পথে!
অতঃপর নতুন রাস্তা ওখানেই সমাপ্তি
কিন্তু পাখির চোখে শঙ্খময় আঁধার-
সোনালি বিরহগুলোর মৃত্যু নেই-
মাটির ঘাসফুলে ছুঁয়ে যায় একটা মোড়।


১৬ শ্রাবণ ১৪২৯, ৩১জুলাই’২২