=========================
একতলা মাটির গন্ধ স্বাদে- মনে হচ্ছে
রক্তমাংস নেই আছে শুধু অন্যরকম কিছু!
বর্তমানের ব্যস্তবতা তাই বলে- আহা;
যাদের চোখ আছে,পুকুরের শানবাধা মন,
দেখো আর ঘোরবন্ধ বিবেকটাকে খুল- নিঃশ্বাস নাও-
এক একটি ঘটনার আড়ালে শুধু নৈঃশব্দ অন্তর
ভেঙ্গে ফেলো কালপাহাড় কিংবা অন্ধকার-
তাহলেই পরিপূর্ণ পাবে একতলা মাটির গন্ধ জন্মস্বাদ।


৩১ আশ্বিন ১৪২৬, ১৬ অক্টোবর ১৯
------------------------------------