এক ধরনের এলার্জি দেখে ভয় লাগে
কোন খাদ্যসমগ্রী থেকে রোগ হয় না
মনে চোখে হিংসার সরিষাফুল দেখে
তখন এলার্জিটা বারে দেহের ভাজে
এর সমাধান বা ঔষধ পাওয়া কঠিন;
হেদায়ত নামের শব্দ আছে- যদি কখন
ফুল চন্দ্রন ফুটে তাহলে এলার্জির সমাপ্ত
তবু তারা ঘাসফুলের দিকে তাকায় না
কারণ ওখানেও নাকি এলার্জির ভয় আছে-
জীবনযাত্রায় আর কত এলার্জির শর্ট পাই।


০৮ শ্রাবণ ১৪২৯, ২৩জুলাই’২