রাতে কেমন করে ঘুম পারে,
বুঝি না কেনো, এতো লোভ
তাও বুঝি না,ভাল কাজে
পুণ্য পাবে এটাই স্বাভাবিক;
তবে এতো ভয় কেনো- হু
বেহেস্তে থাকি, তাই বুঝি না-
তোমাদের কথা, তোমরা শুধু
চেয়ে চেয়ে দেখো,আমি কত
সুখেই থাকি, আমার রাজ্য!
উইপোকারা মরলে আমার কি,
এসো স্বর্ণ পালঙ্কে ঘুমাই।


২৯ কার্তিক ১৪৩০, ১৪ নভেম্বর ২৩