=======================
মাগো কবে কখন সঞ্জাত করেছো আমায়
আমার মনে পরছে না- কিছু লোক বলে-
আমি নাকি করেছিলাম শুধু কাঁন্নাকাঁটি!
আজ আমি অনেক বড় হয়েছি- ওরা বলে
বার মাসে সাতটি বারে সোমবার শীতের গায়ে
হয়েছে কম্বল উন্নয়তি, বালিশটাও ফোমের
খাঁটটা তো নাকি সেগুনকাটের দামি!
মাগো আমার চারপাশটা এতো উন্নয়ন;


বলি আমি কেমনে রাখি দীর্ঘশ্বাসে আকাশ ভারী
নাতিপতী তারাও করছে খালি গচ্ছা আরি-
কত ভরসা -কত আস্থা তারা ফুস ফাস করে বলছে
বুড়ো হলে নাকি সুখে শান্তিতে রাখবে;
বলো মাগো তুমি বলো! আমার এতো উন্নয়ন
এতো ভাবনার কালো চুলগুলো ধরেছে পাকন-
চামড়াও শুকে যাচ্ছে- ওরা কিছু বুঝে না গচ্ছা আরি
আমি দেখি শুধু আমার উন্নয়নে শূন্য কাঁথায় ভারী।
১৪-০১-১৮
========