এ কাল- সে কাল
বলো না আর রাত্রিকাল-
এ দাম- সে দাম
বলে সব কম কম কম
সত্যের গায়ে মিথ্যার হাট
খরিদ করে হাট বাজারে বাট;
তেমন দিন- এমন দিন
হচ্ছে সব কোটিপতি রঙিন!
মামার দোকান- খালুর দোকান
মানছে না আর চরা দাম
দোষটা শুধু এ গার- ও গার
মরণটা কেউ বলে না আমার;


২৮ অগ্রহায়ণ ১৪৩০, ১৩ ডিসেম্বর ২৩