===============
আকাশটা কে কাছে চাই
ঠিক জল ধারার মতো
মন চাইলেই স্পর্শ করি;
নদীর স্রোতে ভাসতে চাই
ঠিক ছোট্ট ডিঙ্গির মতো
মন চাইলেই যেনো ভাসতে
পারি উজান ভাটি যত।


কোকিলের গান গাইতে চাই
বসন্তের হাওয়া ডালিম গাছের
ডালে- বকুল কিংবা গোলাপ
ফুল হতে চাই প্রেমময় গন্ধ
ছড়া রাতে-শিশির ভেজা ভোরের
ঘাস হতে চাই দুর্বাঘাসের মতো-
মৃত্যু হতে চাই না দাদা নানার মতো


আমি আমার মতো হতে চাই
গাংচিলের মতো- ইচ্ছে হলেই
উড়ব আর শান্তি মতে ঘুমাব
শুধু আমি আমার মতো-চাই না
আঁধারটা খুব কাছাকাছি-জোছনার
মতো হবো-জোনাকির মতো-
জ্বলব-শুধু আমি আমার মতো।


১৩ শ্রাবণ ১৪২৬, ২৮ জুলাই ১৯


-----------------------------