অভিমান বাস্তবতা বুঝে না,
উড়ে গেলো- শঙ্খচিল
সব সীমানার অতীত;
কুঁড়েঘরে বাঁশ বাগানে
ঐ চাঁদ বড়নিঠুর অভিমানি!
রেখে গেলো ক্ষত বিক্ষত
রঙধনু আকাশ; সোনালি মাটির
মলিন করা মুখমণ্ডল হাসি।
আমি ভুলে যাচ্ছি বর্তমান,ভবিষ্যৎ-
খুঁজছি একগলা মৃত্তিকার আনন্দ উৎসব।


১১ শ্রাবণ ১৪৩০, ২৬ জুলাই ২৩