ঘোড়ার আন্ডার সাথে পরিচয় হইলাম
কি চমৎকার? বলার সাথে কাজের মিল নেই!
তেলও ভাজতে চায় না; বলে মুরগির আন্ডা ভাজও
অবাক হবেন না জাম জনতা এটাই আন্ডা!
সময়ের গায়ে কলঙ্ক আর রাতে শুধু স্বপ্ন-
দিন কোথায় যাবে? ঘাসফুলের সূর্যের তাপ নেই
অথচ বাগানে গোলাপ হাসে,গন্ধ বাতাসে
আকাশে চাঁদ দেখা যায় না শুধু তারার ঝলক
কি করি? ভাবতে ভাবতে হাঁসের আন্ডা এসে বলে
আমাকে ভাজও- তাহলে তুমি কি ঘোড়ার আন্ডা?


১৮ অগ্রহায়ণ ১৪৩০, ০৩ ডিসেম্বর ২৩