আজ ভাবনার পাড়াতে
অঝর বৃষ্টি ঝরার সংবাদ-
তবু বুক কেপে উঠে না;
বুঝার মতো কোন বরফ নেই
যা গলে গলে পানি হবে-
অথচ মেঘের তীব্র বজ্রপাত।
চলে এসো ভাবনা কাল তোমার
মিছিলে রক্তাক্ত মাঠ বানাবো!
খুব পারো তারাকে হাসাতে-
অথচ মাটির ঠোঁটে হাসি নেই
সমস্ত কারণের কেন্দ্রবিন্দু হচ্ছো
ধ্বংসময়ী লেলিহান শিখা অনল তুমি।


১৪ পৌষ ১৪২৮, ২৯ ডিসেম্বর ২১