সূর্য তুমি পশ্চিমে যাচ্ছো
যাও- আঁধার নেমে আসছো
আসো; তুমি এটাই চেয়েছিলে
না, শুধু মৃত্তিকাকে দোষ দাও;
চাঁদের অভিমান নেই যতসব
সূর্যের- ভোর হবে আলো দিবে
পূর্ব পশ্চিম কিংবা উত্তর দক্ষিন
তুমি তো জাগাও মৃত্তিকার মন
চৈত্র খড়ায় দেহসহ মন পুড়াও
অভিমানে সূর্যের অন্যরকম প্রেম।


১৭ মাঘ ১৪২৯, ০২ ফেব্রুয়ারি’২৩