অন্তরায় অন্ত ভাব কর মুক্ত স্বাধীন
বলো পরাধিন থেকে হবে কি?
ব্যাকরণ তো ভাব সৃষ্টির সহাক নয়
ভাবুরি খেলার মাঝি আমি ব্যাকরণকারী নই-
আমি মুক্ত ভাবে স্বাধীন কার্মকার।


দুচোখের সামনে ভাবনার সৃষ্টি পুজারি
কলমের কালিতে পা অবধি মাথা ছুঁয়ে যাই
কারও মনে রস, বেরস তিক্ত, থাকতে পারে
তাতে কিছু যায় আসে না- আমি মুক্ত স্বাধীন!


ভাব প্রচ্ছদ উম্মোচন করি,কবিতার দেখি
রূপ লাবণ্য অন্ত ভরে ছুঁই আর ছুঁই- গদ্য পদ্য
কিছু বুঝি না- কবিতা আমার মতো ছুঁইতে চাই!
যত সব ব্যাকরণ গোলায় জাগ- কিছু যায় আসে না-
কবিতার রূপ লাবণ্য অন্ত ভরে ছুঁই আর ছুঁই।


১৭ মাঘ ১৪২৮, ৩১ জানুয়ারি ২২