রাত কেটে গেলো উত্তর মিলাতে পারিনি
আমি কি একটা অন্তর হতে পেরেছি-
একটা রাতের কিংবা নদীর জলের!
যেমনটা উচ্ছলে উঠবে প্রণয়ের বন্যায়-
একটা অন্তর হতে পেরেছি কি? আমি।

যেখানে পুড়ে মারে মানুষ, সেখানেই
রেখো না- তার চেয়ে বড় ঘৃনাই করো!
আগুনে পুড়ে মরতে চাই না- একটা পাপের
চেয়ে বহুগুণে নিস্পাপ-অন্তর ধর্মের চেয়েও
পবিত্র- অন্তর সেখানেই রাখিও অন্তর;

তোমাদের সংসার অধর্মের খেলা করে
হরহামাশায় দেখতে পাচ্ছি- মাটির কন্দ-
আকাশ কালমেঘে সেখা্নেই রেখো না অন্তর-
তার চেয়ে ভাল- রাগ অভিমানে ঘৃনাই করাই ভাল
অতঃপর একটা অন্তর হতে পেরেছি অন্তর।

১৭ কার্তিক ১৪২৬, ০২ নভেম্বর ২০
---------------------------------