===============
অনুভূতিতের বেড়া জালে
কেমনে রাখিলে চরের জল-
তাই তো পেলাম শুধু
প্রেম যমুনার ছল;


এখন উপলদ্ধির আকাশে
ভরে গেছে তারার ঝিলমিল-
মধ্যাকার্ষণে ঝিঁঝি পোকার ডাক !
ভালই লাগে স্মৃতির সাথে
প্রেম করিতে লাগে না আর
ভাঙ্গা চালে শ্মশান বল;


এতো ভেসে যাই-উড়ে যাই
বর্ষার মেঘে মেঘে শিলাবৃষ্টি পাই-
এরি মাঝে কেমনে রাখি- এই না
প্রেম পূবালি বালুচরে ঘর
ভাব না অনুরাগী-দেখ না রঙধনুর
এতটুকু দূশ্যবিরল অনুভূতির ছল।


২৭ চৈত্র ১৪২৫, ‍১০ এপ্রিল ১৯
----------------------------