নিজের দর্পণ চকচকে নয় বলে
বার বার কাচ ভাঙ্গি; রক্তাক্ত দেয়াল
কথা কয়- কিছু প্রশ্ন নেই কারণ স্বার্থপরতা;
গিলে খেয়েছে নিজেকে। তুমি না
থাকলে আজ দর্শন হতো না অথচ কত বড়াই!


দেখছি নয়ন কেঁপে- সবুজ মাঠে ঘাটে-
স্যালুট জানাই তোমার চকচকে আয়নাটাকে আর
আমার দর্পণ সারাবেলা কঠি পাথর সাজাই;
যত ক্ষণ না নিঃশেষ না করতে পারি-
শ্রোতা হয়ে লাল স্যালুট তোমার অমরকাব্য।


০৬ মাঘ ১৪২৬, ২০ জানুয়ারি ২১
------------------------------