জানেন না হয় তো! মৃত্যুর সাথে
নিঠুরের এক সম্পর্কের কুটুম্বিতা আছে;
অনেকেই বলে উঠেন বোবার নাকি
শত্রুতা নেই- দিবালোকের মতো
সম্পন্ন মিছে কথা, হয় তো কেউ পছন্দ
করেন না ঠিক কিন্তু অপদার্থ একটা;
নিঠুরতা হলো জলশূন্য চোখ মুখ-
বোবাটা বুকের গহীনে তাপহীন অনল
নিশি ক্লান্তি ভাষার কোন বিরাম নেই
তবুও একটা সম্পর্ক খুঁজে ফিরা শঙ্খচিল
এবার ভাবতে থাক জগতের সবাই পদার্থ!
কিন্তু মাটির সাথেই জমে থাকল যে অপদার্থটা


০৬ অগ্রহায়ণ ১৪২৮, ২১ নভেম্বর ২১