জল কাঁদার মতো ভেসে যাচ্ছে অপবাদ!
সোনালি রোদ্দু শূন্যেই জমাট বাঁধা মেঘ-
শুধু শুধু ঘর শূন্য করচ্ছে এ ফসলি আবাদ;


মাঠগুলো অন্ধ হয়েছে আলোতেও দেখে না
নদী ভরা জল কাঁদার কথা ভাবে না- অথচ
স্বপ্ন দেখে চোখ জোড়া ছিড়াকাথার নিদ্রায়;


তবুও সব অপবাদ আকাশ ছুঁয়া তারার হাত-
শুনতে চাই ভোর ক্লান্ত সূর্যমুখির এত অপবাদ।


২৬ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৯ জুন ২১
---------------------------