গ্যাসে স্বপ্ন বিভোর কথাতে গ্যাস,
খাওতে গ্যাস, দেহের ভাজে গ্যাস;
সকালে হাসিতে, দুপুরে ক্লান্তিতে
বিকালে বিষন্নতাই, এমন কি
রাতের জোছনাতে, ভোরের শিশিরে
প্রণয়ে উঠনে -মূল্যহীন গ্যাস;
বুঝার ঝুলিতে নাই, বিবেক রসতে নাই
জ্ঞান শূন্য চুলাতে উৎপাদন সারিতে
থাল ভরা মনতে গ্যাস,আর বাঁচি না-
একমুঠো স্পর্শ গালিতে শুধুই গ্যাস।


০৪ মাঘ ১৪৩০, ১৮ জানুয়ারি’২৪