কার্তিকের বৃষ্টি জানি না মেঘের কাঁন্না
না আনন্দ জল বুঝা বড় দায়-
তবুও মেঘেরে বজ্রপাত কিন্তু ভয়ঙ্কর ব্যথার
সংশয় নয় তো; কার্তিক তুমি আকাশ
কালো বিষাদ সময় দুষ্টমি হয় তো- না;
তাহলে এতো কাঁন্না করছো কেনো?


কার্তিক গা ঝিমঝিম রোদ মিষ্টি হওয়া!
পূজার সাজ যেনো আকাশ ভাঙ্গা নাচ-
অথচ প্রসাদ খাওয়ার মিষ্টিমুখ করোনা,
তবুও পূজা হোক কার্তিক মেঘের জোছনা!
অতঃপর তুমি কাঁদিলে ডেঙ্গু হাসিবে- এতো
দিচ্ছি পূজ আর কেঁদো না কার্তিক।


০৫ কার্তিক ১৪২৬, ২১ অক্টোবর ২০
----------------------------------