দেহের ভাজ আর ঠোঁটের ঝাকুনিতে
কবিতা হয় না বলে যত সব রক্ত চক্ষু আঁচড়
ক্ষমতার দাপট, ধাপ্পাবাজি গানের সুর;
কবিতা তৈরি করে দক্ষিণার হাওয়া খাচ্ছে;
অথচ কবিতার লাইন বুঝেই না
শুধু শুধু মুখ কামার ইতিহাস বলে উঠে
হাসবো না, কাঁদবো, না স্লোগান ধরবো
আমজনতার অবোঝ মন বুঝিই না;
এবার পাড়া মহল্লা জেগে উঠবে
কবিতা শেখাবে অতঃপর কবিতা হয় না
শুনি না আর্তনাদ, আর না- আর না।


২৯ ফাল্গুন ১৪২৯, ১৪ মার্চ ২৩