========================
এ পথ, সে পথ প্রায় আড়াই যুগ পার হলে
কবিতা ! জানি না আর কত যুগ পার করবে?
তবে বিশ্বাস কর সুনীলাকাশের মতো
ভালবাসি আর চিরসবুজ অরণ্যলতাপাতায়
তোমাকে নিয়ে ভাসি তুমি হয় তো
জানো না কবিতা; আমি যুগের পর যুগ
শুধু জলমাটি কাদাবালি নিয়ে থাকতে চাই;
তুমি বিরক্ত হও বা ষড়ন্ত্রকারীর আচল পেতে থাক-
কোন দুঃখ নেই- দেখো একদিন সান্ত্বনা পাবে
এই কবিতার রূপলাবণ্য, থাকবো শুধু
যুগ যুগান্তর কবিতা শুধু ভরে যাবে
সোনালী মাঠ ঘাট শান্তির নীড় জুড়ে-
এ অপেক্ষায় তুমি আড়াই যুগের কবিতা।


০৪ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ১৯
---------------------------------------------