পদ্মার মুখে সর উত্তর নেই
প্রশ্নগুলো পদদলিত হচ্ছে
গঙ্গার ছায়া তলে যমুনার
স্রোত, ভাঙ্গছে বেশ! শুধু
শুধু বোবা কান্না, নীরবে
রাক্ষসী দেহ মন হাসি সব-
কোথায় গড়বে ঘরবাড়ি?
মাটি নেই- শ্মশ্মান খাটি;
জলশুকনো জলেই ফোট
বালুচর দেখো! আড়ি চোখি।


১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৫ মে ২৩