=============================
ঐ অরুণিমার ছায়া কেমন করে জানি
মাথার মধ্যে বেয়ে হিমালয় পর্যন্ত ছড়িয়ে গেলো অনল!
তবুও ধন্যবাদ জানাই- কিছু ঘাম ঝরা
শীতলতা বাতাস যেনো গায়ের পারে গা জুড়ে বসতে চায়
তুমি গন্ধ গোলাপ চিহ্ন- এ কেমন বুঝলাম না
কিন্তু ঝড় হাওয়া নিঠুরতার গরম বুঝতে গিয়ে একটা তারা
ছুঁটে দিলে অরুণিমা-জলছায়ায় ভাবলাম খুব!


ভেবো না কোনদিন কোন অশ্লীন বর্ণে ভিজাবে না! কারণ
সমস্ত রাস্তা জঙ্গলবন এমনতেই পবিত্রময়-
কি ছড়ালে ? জানলাম শুধু হিমালয় পর্যন্ত প্রণয় না থাকলে-
কোন কাঠে আগুন জ্বলে না-এখন নিরুপায়
তবুও ভালবাসা আছে, দিবো- সেই অপেক্ষাই বাঁচ্চি, সবুজ
আইল পাথার শিশুর মতো চেয়ে চেয়ে থাকি-  
জোছনাময় রাত- এমনকি সোনালি রোদদুপুর হেঁটে চললে
রক্তশিরার মধ্যে ঘুমপারা স্বপ্নে অরুণিমা।


০৩ ভাদ্র ১৪২৬, ১৮ আগস্ট ২০
-----------------------------