আসলে সময়ের গতিবিধি খুব খারাপ
এমন পরিস্থিতি সামনে আসে-
তখন সামাল দিতে ভীষণ লজ্জাবোধ ও খারাপ লাগে
নিজের অসহায়ত্ব কে আফসোসে
দেয়ালে মাথা ঠুকানোর মতো পরিনিতির ছাড়া
আর কোন অবস্থান থাকে না।


এমতাবস্থায় নিজেকে দুর্বল পথিক মনে হয়
কিসের জীবন- কিসের পৃথিবী-
সব অসহায়ত্বকে ছুড়ে ফেলি নীরবতার মেঘবৃষ্টি গর্জন
শুধু চারপাশ বালুচর শুন শ্মান মাঠ
অথচ এই অসহায়ত্বের কোন ঈশ্বর নেই-
অতঃপর পরিস্থি এখন নির্দয়, অসহায়, প্রণয়হীণ মন!
শুধু ঈশ্বর হাসছেন আপনায়।
১৫ জ্যৈষ্ঠ ১৪২৮,২৯ মে ২১