যতই ভাবি ততই আশ্চর্য হয়ে যাই!
এ জ্ঞানের সারি বন্ধ তরুলতা কোথায়?
এখন বুঝি দেয়ালে- দেয়ালে- রঙিন করা ছবি;
দেখা যাচ্ছে কিছু ইটের দ্রোহের রীতি নীতি
আর কিছু দীর্ঘশ্বাসের হাসি-


তাতেও নাকি ইতিহাসের প্রশ্নমালা
আশ্চর্য মুখে কামরে উঠছে ঠোঁট-
অথচ সত্যটুকু জানার বোধ লাশ হচ্ছে সেকেণ্ডে- সেকেণ্ডে!
প্রজন্মের চিন্তা চেতনার গায়ে বির্তকের ইটভাটা
তৈরির প্রয়াস চলছে,


তবুও আশ্চর্যের আগুন নিভবে না;
হয় তো প্রশ্নমালার গায়ে প্রশান্তির
উত্তর আসবে না- তাহলে ইতিহাস
এভাবেই থাক কিছু আশ্চর্যের শ্বাস!
একঘেয়েমি বিশ্বাস।


১৬ ফাল্গুন ১৪২৬, ০১ মার্চ ২১
----------------------------