=====================
রাখলে যদি এতো আত্ম সম্মান
কিংবা আত্মাহংকার- চিকে, শলে, ইদুর
করবে না সম্মান- ছাড়-  ছাড়-  ছাড়- না হলে
শান্তির কুঁটিরে পোকামাকড়, সাপ, বিচ্ছু-
করবে শুধু দেহের ভাজে সম্মান;


আহা রে রাগ অনুরাগ- মান অভিমান
শুধু বোকার স্বর্গে ভাসমান- আর
জলশূন্য মেঘ আপন মনে গাও যত
কচুকণ্ঠে গান- লাভ কি তাতে ক্ষতী অপূর্ণ;


ক্ষীণ চলার পথে ভাবো উদাসী অম্লীন
সবই যেনো পদ্ম শিখা অহমিকার টান-
এ সব ছাড়-  ছাড়-  ছাড়- না হলে- পোকামাকড়,
সাপ, বিচ্ছু-দেহের ভাজে করবে সম্মান।


২৫ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ০৯ জানুয়ারি ২০
-----------------------------------------