====================
বর্ষার মেঘের কাছে কত বার
আকুতি মিনতি করেছি;
তুমি শ্রাবণের জল-
বুক পাঁজরে আর ভাসাও না;
তবুও মাটির নোনাটে গন্ধ
তোমায় আহত করে না।


তুমি বরং আনন্দেই ভাসো
মেঘ সাজাও রূপসী রূপ;
তুমি আর্তনাদ বুঝো না- কেনো
তবে দৌড়াও ডুবে ভেসে শুধু দক্ষিণা?
তোমার মন নেই- মায়া, মমতা নেই
আছে এক বর্ষার মেঘে অসহ্য যন্ত্রনা।


০৬ শ্রাবণ ১৪২৬, ২১ জুলাই ১৯
------------------------------