================
আতা গাছের সবুজ পাতা
বর্ণ তাহার হলদে চুড়া-
টিয়া খুঁজে বাঁকা ঠোঁটে
পাঁকা পাঁকা হলুদ গা ছোঁয়া-
শোক সাজে কাকাতুয়া;


তবুও ময়না চায়- গয়না
আর তো কথা কয় না-
শুধু দুর্বাঘাসে ফড়িং উড়ে
অবশেষে সবুজ পাতা ঝরে
পুড়ে- মন বৃত্তে কত থাকে কায়া;
হায়- আতা গাছের সবুজ পাতা-
শোক সাজে কাকাতুয়া।


০৪ মাঘ  ১৪২৬, ১৮ জানুয়ারি ২০
-------------------------------