=====================
সেই একটা ধূসর গন্ধ
নাকের চারপাশটা ফুর ফরচ্ছে!
জলের পারে অতিথি পাখি
জেনো ঠোঁটের সংখ্যায় ঠুর ঠুরচ্ছে;
এক ধোঁয়াশার ধূলি অন্ধ হয়েছে-
আর গোলাপের ঘ্রাণ মেঘ শূন্য হচ্ছে।


তবুও অতিথি পাখির দল-
ডানায় ডানায় রক্তক্ষরণ ঝরচ্ছে
শিকারী মন জলেই ডুবচ্ছে
অতঃপর উত্তর দক্ষিণে গন্ধ বাউর
অচমকা সাদামেঘে ঘোর
উড়ে-দুর্বাঘাসে অতিথি পাখির ঠাউর।


১৯ ফাল্গুন ১৪২৫,০৩মার্চ’১৯
-------------------------