======================
ভাবতেও পাড়ি- মরতেও রাজি-
বলো দেখি-দো’শ্বাসে কেমন হবো কাজী;
চাটকথার বাজারে- সবই ফাঁকি !
হাওয়ার গায়ে-মিলে মিশে হও গো খাঁটি।


যখন পেট ভরে নিয়েছিলাম নাভিশ্বাস
দেখলাম না তো স্বজনপ্রীতি কেউ কে আশ
দিলাম শুধু যন্ত্রনায় এক জনাকে;
রঙের দুনিয়া দারি দেখলাম এখন- নাভিশ্বাস
কখন জানি হয়েছে এতটাই পরবাস!


বুঝার বিবেকে পাথর চেপেছে-বলো বাঁচ্চি
কেমনে- দাও গো এনে দো’শ্বাস
নাভির ভিতরে-অনুভূতিতে হলো দীঘশ্বাস।
০৩-১০-১৮
-------------