অভিমানি রাগ, করতে পারে আত্মহত্যা;
এই সংকটময় সময়ে বড় অভাগা কপাল-
আর কত সময় অতিবাহিত হলে
চৌদ্দ কলার স্বাদ পূর্ণ হবে অথচ
অবোঝ মন প্রতিনিয়ত হাঁটছে আত্মহত্যা
এভাবে চলে যাচ্ছে-চলে গেলো তাজা প্রাণ;


তবুও থামছে না এতটুকু রাগ অভিমান
ভাবছে না আর, ফিরে আসবে না আত্মহত্যা!
রাগের পূর্বপাশে একটু ভেবে দেখো
দেখো মৃত্যুর যন্ত্রনা ভয়ঙ্কর কত-
অতঃপর ধৈর্য ধারন কর সুন্দর পৃথিবী দেখো
পেতে পার আলোর দিশারি নয় আত্মহত্যা।


৩০ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৩ জুন ২১
---------------------------