সৃষ্টি গত ভাবেই একা
মাটির গন্ধ তার সঙ্গী পাওয়া;
নিদারুণ ধুয়া হীন নেশা!
স্বাদ যেনো দেহের ভাজে ভাজে
এক নিঠুর নির্বাক শূন্যতা
এই জগতময় করে দেয় আঁধার
কোথায় হারায় সূর্য শশী!
কি প্রেমের মায়ায় কতখানি সুধায়
চোখেতে মেঘের ঘন ঘাটা
সোনালি ছোঁয়া বৃষ্টি এতটুকু ভিজাই।


০৬আষাঢ় ১৪২৯, ২১জুন’২২