কবিতার নাকি লবণের অভাব
রক্ত শূন্যতা,পুষ্টি হীনতা;সব মিলে
লবণের অভাব বিরাজ করছে খুব-
যেনো ছিন্নমূল মাটির কাছে একাকার
হচ্ছে দিন রাত সবসময় বাজিমাত;
তবু ধাক্কা ধাক্কি- এমন কি গলবাজি,
সবখানেই লবণের অভাব বোধ!
কবিতা কে চিনেছে আমজনতা সব
অথচ ভুলেই যাচ্ছে লবণের অভাব
যাবেই তো সবই ক্ষমতার বাপরে বাপ
কবিতার লবণশূন্যতা দূরকরা অসম্ভব-
হেঁটে যাও যতো দুর পাবে অভাব বোধ।


০৪ মাঘ ১৪২৯, ১৮ জানুয়ারি’২৩