এভাবে হাঁটতে- হাঁটতে আর ভাল লাগছে না!
একই চিরনী দিয়ে চুল হাঝরানোও ভাল লাগছে না;
আয়নাটাও জানি পুরাতন নতুন কাচের প্রলোভ যেনো
ভাঙ্গা গ্লাসের মতো লাগছে ভীষণ-
তবুও কিছু করার নাই।


চল বদলে যাই, সেটাও জানি আজ মরীচিকার
দেয়ালে দেয়ালে রূপায়ন হয়েছে রূপবতী রাস্তার ছবি;
অথচ পরিবর্তনের কথা কইলে নিজের গলার মধ্যে
বকের ঠোঁটে দেখো- কতখানী ক্ষত-


বুঝতে পারবে না কারণ তুমি অন্ধ
ভাবতে পারো জানি ভাবতেও তোমার ভাল লাগবে না
আর হাঁটতে হাঁটতে এভাবে আমাকে করছো বন্ধ।


২৯ ভাদ্র ১৪২৬, ১৩ সেপ্টেম্বর ২০
------------------------------------