=======================
এম.এ পাশ মাস্টার সাহেবের গল্পপালা
দূর আকাশে হাক ডাকছে ভোর পাঠশালা
মনে হলো কি জানি দুঃখের আর্তনাদের ফালা
ফালা- মাস্টার এভাবে মেঘবৃষ্টি দেখতে নেই;
ও তুমি বুঝবে না- কেন বুঝবো না বেশ-
জীবনটা তো সোনালী ধানশীষের দুল দেয়ার মতো
নিয়েছো খুব সহজ সরল- তবে এতো কেনো?
বাঙ্গালী নদীর স্রোত মতো তুল আহাকার,
দিন তো চলছে বেশ- মাস্টার সাহেব-
ভেবো না আর- কোন ঝরা পাতার মতো
কিংবা মিশে যাওয়া ধুলি কিংবা শুকনো কলা-
একদিন দূরপালার আর্তনাদ এভাবেই শেষ।


২১ কার্তিক ১৪২৬, ০৬ নভেম্বর ১৯
----------------------------------