পাখি যদি- গান না শুনাই
তাকে অভিযোগ করো না
জোর করে পুষ মানাও না
দেখবে একদিন আঁচড় দিবেই;
সেই আঁচড়ের দাগ মুছবে না
সেই গানের কোন অর্থ থাকবে না
একগলা ভুল নিয়ে বিদায় নিবে
সেই দিনের অভিযোগ ভুল মনে হবে-
জোর করেছি বলে- আঁচড় খেয়েছি;
এখন সেই আঁচড়ে সুনিশ্চিত মরছি।


০৪ আশ্বিন ১৪৩০, ১৯ সেপ্টেম্বর ২৩