পৃথিবীর জলপ্রপাত শালগ্রাম শিলা,
যেনো হৃদয়ের মধ্যে হেঁটে গেলো-
সেদিন- সূর্য থেকে চাঁদ পর্যন্ত;
কিছু হয় না এই ঝড় তুফান-
তবু এক পশলা বৃষ্টিতে মন কাঁদে না!
তারপর রোদেলা আকাশ, বাতাস-
উষ্ণতা ছুঁয়ে গেলো শালগ্রাম, জলপ্রপাত
মাটির দুর্বলা ঘাস-এমন কি ছবি, সোনাবীজ
চারাগাছা,মহাজাগতিক সহ অনেক কিছু!
অতঃপর পৃথিবীটাই এক অজানা শহর।


১৫ চৈত্র ১৪২৯, ২৯ মার্চ ২৩