কি এমন ভাবনার জলে? রঙিন
মিশ্রিত চেয়ে থাকে দুটি চোখ-
তবুও সাদা মেঘে জেগে থাকা
প্রজাপতির কিনচিত বেদনা;
যাচ্ছে ভেসে শঙ্খচিলের উড়া বুক!
তবুও দৃষ্টির মেঘ যেনো অজস্র চোখ।


অথচ রাঙা পথে সোনালি দিনের ঠিকানা
হচ্ছে আকাশে মেঘ কালো মাটির সুখ!
তারা গুণা সন্ধ্যা রাত কতটা নির্যাস দুখ
জল মিশ্রোণ হয়ে যায় সমুদ্র- খানিটা
নীরবতার ঝড় হাওয়া অজস্র চোখ!
কতখানি বিড়ম্বন্না খোজে নেয়া মুখ।


২৩ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৬ জুন ২১
----------------------------