===============
ঐ সবুজ পাহাড়ছিল-
আরস ধ্বনিত হচ্ছিল-
আর বাবা শব্দ যেনো
ফুল বাগিচায় দুলছিল!


আর সাতাসমান জুড়ে শুধু
বাবাদের কি আনন্দ উল্লাস-
জলভূমিতে একটু দো-শ্বাস;


তবুও বাবাই জগৎময় আলো-
বাবা আছে বলে- এতো প্রণয়ের সৃষ্টি;
বাবা তুমি অক্ষয়,চিরঞ্জীবী-
এ ফসলের মাঠে বাবা তোমার জয়।


০৩ আষাঢ় ১৪২৬, ১৭ জুন ১৯
------------------------------