================
গায়ের জুড়ে -সব চলে না
সব হয় না- গা পাথারে থাকতে
হয় বিনম্র শ্রদ্ধা ভালবাসা-
ওদের আছে কি আছে চেতনার
নামে ধান্ধা বাজের ব্যবসা;


ব্যবসায় লাভক্ষতি কে করে হিসাব
এলার্জিতে চুলকায় বাপ রে বাপ
তবুও চিৎকার করে উঠে
লাল সবুজের হাহাকার- কে শুনে
কার কথা ব্যবসাটাই ভার;


অন্তরে নাই কিছু চোখের খাল
তাই তো শুকে গেছে-
খাল বিল ঢেউ ভাঙ্গা ঘরের চাল
উড়ে এসে -জোড়ে বসে
জাদুঘরে-এতো ভালবাসায় বাসাবাসি
শূন্যতেই থাকবে না আর হাল।
১৭-১২-১৮
-----------