বদলে গেছে রাস্তার মোড়
বদলে গেছে মনের খর!
বদলায়নি স্মৃতির ঘেরা পট
আর ধূলমাখা ঘ্রাণ পুড়া চোট-
সত্যই একদিন বদলে যাবে ঘর
একাকার মিশে যাবে মাটির পর।


কাছাকাছি রবে না সময়
আকাশ বৃষ্টি মেঘ বাদল হয়-
কাদা যুক্ত দেহ- গলা ভরা গল্প
সবকিছুই বদলানো সময়-
বদলে গেছে পার্শ্ব প্রতিক্রিয়া
বদলে গেছে হিয়া- বদলায়নি উঠন
পারে জমে থাকা ঈর্ষা-


এভাবেই বদলানো গেলো মনের
কুয়ের বিলের খাল- এখন শুধু
ঘণ কুয়াশায় ভরা দীর্ঘশ্বাস!
বদলে যাওয়া কবিতার ছন্দ তাল
কি হবে কবিতার শব্দ বুনানো ভোর?
নীরবতি আর্তনাদে অমাবস্যা ডর।
২৪ শ্রাবণ ১৪২৮, ০৮ আগস্ট ২১