কবির মন যদি ব্যাকরণ হয়
কবিতার দেহ অসুন্দর লাগবে
স্বাধীনহীন,বির্তক প্রশ্নের অজুহাত
হবে, কবির মন সবসময় মুক্তস্বাধীন
তাহলে কবিতার রূপ স্বচ্ছ দেখাবে;
ছন্দছাড়া জগত সংসার চলে না!
কবিতার রক্তের কোষে- কোষে,
দেহের ভাজে ভাজে লাবণ্যময় ছন্দ
অনুভব করো মনের গভীরে,হাসি কান্না-
আনন্দ দুঃখ উপলব্ধি যার ব্যাকরণ ছোঁয়া।


০২ চৈত্র ১৪২৯, ১৬ মার্চ ২৩