স্বপ্ন আর দুর্বলা ঘাসের রঙ বাহার
একই কথা, মানেই বলো; রাত ফুরালেই
দেহের সাজা অথচ চোখের কোন ব্যথা নেই
সমুদ্র দেখেও- দেখি না, ঢেউ খেলতে
ভীষণ ভালোবাসি। ঐ যে দেখি মেঠোপথে
বড়ই গাছে ঢিল দ্রোহের মিছিল আর মিছিল
কিন্তু স্বপ্ন আর জাগে উঠে না- কেমন জানি
চারপাশটা দুর্বলাঘাসের বাহার আর বাহার
মনের সাথে চোখ এতটুকু কথা হয় না
রাত শুধু দীর্ঘল কালো বালিশের অভাব
শোকবাহ সন্ধ্যা তারার সাথে মাটির আর্তনাদ
এই সহজ জীবনযাত্রা মেনে নিতে কষ্ট সবই।


২১ চৈত্র ১৪২৯, ০৪ এপ্রিল ২৩