আমার মৃত্যু আর নিঠুর
এক পাল্লায় দাঁড় করানো যায়
নিঠুরের হিয়া তলা নেই
জগত সংসারে মৃত্যুও তাই;
নর নারী বংশানুক্রম
এ পাল্লায় ওজন নাই-
জলশূন্য রাত কিংবা চাঁদ
যত সব বেদনার চোখে
ভেসে যাচ্ছে বামন কানাই -
তার কণ্ঠ জ্বালা মৃত্যু আর নিঠুর
শূন্যতে শুরু শূন্যতেই শেষ
পদচিহ্ন আকাশমুখি বেশ!


৩০ চৈত্র ১৪২৯, ১৩ এপ্রিল ২৩