তোর মেঘের সীমানায়
আমার বাদল ঝরটা ঝড়ে না
আমার ঘরে বান ডাকে
তোর মেঘের বিদ্যুৎ চুমুকে।


তোর নাকের ডগায় হিংসাটা
আজও করে শুধু নুস ফুশ!
চোখে পাতায় প্রণয়টা আমার নাইরে হুশ’
শুধু কালোমেঘের আঁধার দেখি-
তোর ডালা ভরা সুখ।


একটা সুখ ভেসে দেরে দে
আমার বান ভাসি জলে-
মেঘের পিঠে হয়ে যাক না
প্রণয়ে ভাসাভাসি ফাল্গুনের ছলে-
আমার বান ভাসি জলে।
১৯-০৬-১৭
------------