মনেতে শিয়াল শকুনের উৎপাত
চলছে শিয়াল, শকুন- উড়ছে শিয়াল, শকুন
শিয়াল, শকুন ছাড়া দেহ হাত পা অচল;
যাকে তাকে- শিয়াল শকুন বলছো
এটাই সারাক্ষণ চলছে মনোভাব
শিয়াল, শকুন থেকে নিষ্পাপ
বলো- বলো- কি করে পাওয়া যায়;
ভয়ে ভয়ে ভাবছে না কেউ, শুধু
শুধু খিড়কি দরজার এপাশ- ওপাশ
শিয়াল, শকুন ও রে- বাপরে বাপ।


২৩ শ্রাবণ ১৪৩০, ০৭ আগস্ট ২৩