=========================
শিশু কাল কেমন গেলো- শৈশব কৈশোর দেখতে
দেখতে কাঁটলো-এখন ভাবো যৌবন বৃদ্ধ ছাল-
কে ভাল, কিসের ভাল- সূর্য তাপে সবই কালো!


বাঁশপাতিতে খেলছো ভাল তাও যাচ্ছে সকাল সন্ধ্যা
বাঁশফুল আর কমলিফুল দুই ফুলে ধরছে ফল-
কুলের মাটি নিন্দাসুর- কে দেখে তার সুরাসুর- তবু
উচ্ছ্বলে উঠা পূর্ণিমার চাঁদের সাথে প্রেম হলো রাত;


সবই ভাল গায়ের পারে মিছিল- স্বপ্ন যমুনায় উড়ছে চিল
অতঃপর আমার ভাল আমি করি নাতো কালো- বলো
সে কি আর বুঝলো ভাল, এতো আঁধারে প্রণয় হলো।
১০-১০-১৮
-------------