গাছের পাতায় চুয়ে চুয়ে
বসন্তের গন্ধ বাতাস-
যেনো গা চিট মিট করে
সকাল কিংবা বৈকালীন রোদ;
তারপর ফুলের সব রঙিন সাজ
ফাল্গুন যে কখন নাড়া দিল
জোছনার মাটি সোনালি ক্রন্দন
তবু গায়ের পারে ফাল্গুনের আগুন
জ্বলবে আনন্দের ঘ্রাণ মৌ মৌ করে-
এটাই যেনো ফাল্গুনের প্রথম দিন
প্রকৃতির সাজঘরে বাসর খেলা।


৩০ মাঘ ১৪২৯, ১৩ ফেব্রুয়ারি২৩